রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৫৮, ২৭ অক্টোবর ২০২৩

রেলওয়ের কর্মচারীদের ছবি-ভিডিও ফেসবুকে আপলোড নিষেধ

রেলওয়ের কর্মচারীদের ছবি-ভিডিও ফেসবুকে আপলোড নিষেধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের কর্মচারীদের ডিউটিরত অবস্থায় সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং বিভ্রান্তিকর স্ট্যাটাস না দিতে বলা হয়েছে। কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার প্রধান যন্ত্র প্রকৌশলীর (পশ্চিম) পক্ষে যন্ত্র প্রকৌশলী (সদর) মো. ফজলে রব স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।

আদেশে বলা হয়, পশ্চিমাঞ্চল যান্ত্রিক বিভাগের আওতাধীন বিভিন্ন বিভাগে কর্মরত রানিং ও ফিটিংস কর্মচারীরা কর্তব্যকালীন সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকতে দেখা যায় এবং ডিউটিরত সময়ে কর্তব্যকালীন কার্যক্রমের বিষয় (লোকোমোটিভ ও ক্যারেজ) সংক্রান্ত স্টোরি, ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন, যা মোটেও কাম্য নয় এবং শৃঙ্খলা পরিপন্থী।

এতে আরো বলা হয়, যদি কোনো রানিং এবং ফিটিংস কর্মচারীরা ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রোলিং স্টক সংক্রান্ত স্টোরি, ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করা থেকে বিরত না থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

জনপ্রিয়