রাঙামাটি । সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০২, ২৬ মার্চ ২০২০

রাজস্থলী ই-কৃষি তথ্যসেবা কেন্দ্রের ব্যাতিক্রমি উদ্যোগ

রাজস্থলী ই-কৃষি তথ্যসেবা কেন্দ্রের ব্যাতিক্রমি উদ্যোগ

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রাচীনতম সামাজিক সংগঠন বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর উদয়ন তরুন সংঘ ক্লাব ও উপজেলা ই-কৃষি তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক সড়কে যাতায়াতের সময় পথচারী ও যানবাহনের যাত্রীদের স্প্রে করানো হয়েছে এবং পবিত্র কুরআন শরীফে মহামারি রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া ছাপিয়ে সকলের হাতে পৌঁছিয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, অত্র ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোঃ কাইয়ুম হোসেন মিরাজ, যুগ্ম সম্পাদক এম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক গফফার হোসেন, মোঃ জাহিদ, সাজ্জাদ হোসেন শাওন, জামিল খন্দকার, ইকবাল হোসেন, তারেক, হোসেন, মোঃ রানা, রমজান আলী প্রমুখ।

দীর্ঘ ৩৫ বছর পূর্বে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কাজে অত্র ক্লাবটির অবদান রয়েছে।

বর্তমানে উপজেলার একমাত্র ই-কৃষি তথ্যসেবা কেন্দ্র হিসেবে অত্যন্ত সুনামের সহীত ৫-৬ বছর যাবৎ কর্মকান্ড চালিয়ে আসছে। এখান থেকে কৃষকেরা পরামর্শ নিয়ে থাকেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়