রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৪৬, ১৬ মার্চ ২০২০

সাংবাদিক আরিফকে গ্রেফতার ও শাস্তি বিধিসম্মত হয়নি: হাছান মাহমুদ

সাংবাদিক আরিফকে গ্রেফতার ও শাস্তি বিধিসম্মত হয়নি: হাছান মাহমুদ

ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে গ্রেফতার ও শাস্তিপ্রদান বিধিসম্মত হয়নি।

রোববার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, ১৩ মার্চ রাতে কুড়িগ্রামে একজন সাংবাদিককে যেভাবে ঘর থেকে ধরে নিয়ে অন্য জায়গায় মোবাইলকোর্ট বসিয়ে শাস্তি দেয়া হয়েছে। আমার দৃষ্টিতে এটি কোনোভাবেই বিধিসম্মত হয়নি। অ্যাটর্নি জেনারেল এরইমধ্যে  বলেছেন এভাবে মধ্যরাতে অন্যত্র কোর্ট বসানো যায় না।

তিনি বলেন, ডিসি হন বা অন্য কর্মকর্তা হন, তিনি যদি আইন বহির্ভূতভাবে কোনো কাজ করে থাকেন সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অন্যরাও যারা এর সঙ্গে জড়িত, তারাও এর দায় এড়াতে পারেন না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোকসজ্জা করোনা সংক্রমণে কোনো প্রভাব ফেলবে কি না- এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আলোকসজ্জা বরং করোনার কারণে চিন্তিত মানুষকে উজ্জীবিত করবে। আলোকসজ্জার সঙ্গে জনসমাগমের কোনো সম্পর্ক নেই।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, সংবাদ ও অনুষ্ঠান শাখার উপ-মহাপরিচালকরা ও পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়