রাঙামাটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা আওয়ামী যুব-মহিলালীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচী পালন করা হয়।
রাঙামাটি জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আকতার, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ঝর্না খীসা প্রমূখ।
আলোচনা সভার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।