রাঙামাটি । শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৫৮, ১২ অক্টোবর ২০২৩

রাঙামাটিতে বাজার মনিটরিংয়ে প্রশাসনের বিশেষ সভা ও বাজার পরিদর্শন

রাঙামাটিতে বাজার মনিটরিংয়ে প্রশাসনের বিশেষ সভা ও বাজার পরিদর্শন

রাঙামাটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান।

সভায় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), জাতীয় নিরাপত্তা গোয়েন্দার যুগ্ম পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।


এ সময় জেলা প্রশাসক সকলকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করাসহ বাজার নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কার্যকর ভূমিকা পালন করার জন্য সকলকে অনুরোধ জানান।

সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সকলকে নিয়ে বাজার পরিদর্শনে যান এবং ব্যবসায়ীদের দিকনির্দেশনা প্রদান করেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়