রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৭:১০, ২ মার্চ ২০২১

ইট ভাটা বন্ধের ষড়যন্ত্র বন্ধের দাবিতে মালিক ও শ্রমিকদের মানববন্ধন

ইট ভাটা বন্ধের ষড়যন্ত্র বন্ধের দাবিতে মালিক ও শ্রমিকদের মানববন্ধন

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- পার্বত্য চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড বাধা গ্রস্থ করতে ইটভাটা বন্ধের ষড়যন্ত্র বন্ধের দাবী জানিয়ে মালিক ও শ্রমিকরা মানববন্ধন করেছে রাঙ্গুনিয়া ব্রীকফিল্ড মালিক ও শ্রমিকরা।

আজ মঙ্গলবার (০২ মার্চ) রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া এলাকা মানববন্ধন করেছে ব্রীকফিল্ড মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রীকফিল্ড মালিক সমিতির সভাপতি ও ১৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সমিতির সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ব্রীকফিল্ড সমিতির উপদেষ্টা সিরাজ উদ্দিন চৌধুরী, রাউজান ব্রীকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক, কোম্পানি ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কথাকথিত উচ্চ আদালতে করা রিট মামলায় শুধুমাত্র চট্টগ্রামের ব্রীকফিল্ডের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে, যে রায় ষড়যন্ত্রের সামিল। বক্তারা রাঙামাটি ও রাঙ্গুনিয়া এলাকার ১০ লক্ষ মালিক শ্রমিকের জীবন বাচাঁতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান।

মানববন্ধন চলাকালে রাঙামাটি চটগ্রাম সড়কে ২ ঘন্টার বেশী যাবনবাহন চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে কয়েক শত যানবাহন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়