রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:২১, ২৫ মে ২০২২

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে সেতু পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে সেতু পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ পুরানপাড়া ও ঝুলিক্কা পাহাড় সংযোগ সেতু পরিদর্শন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী উপস্থিত ছিলেন।

সেতুর নামকরণ করা হয় “বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ তালুকদার সেতু”। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু ছাড়াও মাইনী গাথাছড়া, আসামবস্তি সেতু এবং বেতবুনিয়াস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সেতু পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে কথা বলেন। পুরানপাড়া ও ঝুলিক্কা পাহাড় এলাকার লোকজন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সেতু এখানকার লোকজনের কাছে স্বপ্নের মতই। এলাকাবাসী মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়