রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৪৪, ৩০ মে ২০২০

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি

ফাইল ছবি


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বাসের ভাড়ার এক লাফে ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে অবিলম্বে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে রাষ্ট্রীয় ভর্তুকি দিয়ে বিদ্যমান ভাড়ায় জনগণকে যাতায়াতের সুযোগ দেয়ার দাবি জানায় সংগঠনটি।

এতে বলা হয়, যেকোনো সংকটে দেশে গণপরিবহনের ভাড়া বাড়ালে তা স্বাভাবিক সময়েও কমানোর কোনো নজির অতীতে নেই। সরকার ৮০ শতাংশ ভাড়া বাড়ালেও বাস মালিকরা নানা চাতুরী করে ১২০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়িয়ে দেবে। দেশের চলমান পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়া জনগণের উপর জোর করে এ ভাড়া চাপিয়ে দেয়া যাবে না।

এরআগে বিআরটিএয়ের ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধি সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়