রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৫৫, ৪ আগস্ট ২০২০

দেশের যেসব অঞ্চলে গরম কমবে না

দেশের যেসব অঞ্চলে গরম কমবে না

দেশের ওপর দিয়ে প্রবাহিত চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ছবি: সংগৃহীত


বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে। তাই দেশের ওপর দিয়ে প্রবাহিত চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরর।

সোমবার অধিদপ্তরের সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রামের সন্দ্বীপ, রাঙ্গামাটি, সীতাকুণ্ডু, ফেনী, চাঁদপুর, নোয়াখালীর মাঈজদী কোর্ট অঞ্চলসহ রাজশাহী রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

তবে দুই-তিন দিনের মধ্যে দেশের বেশকিছু অঞ্চলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী ৫ দিনে আবহাওয়ার এই অবস্থার পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়