রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৩৪, ২০ অক্টোবর ২০২০

আমরা কৃষি বিপ্লব সফল করবো: প্রাণিসম্পদমন্ত্রী

আমরা কৃষি বিপ্লব সফল করবো: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অদূর ভবিষ্যতে কৃষিই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় খাত। সে জন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে সবাই মিলে কাজ করতে হবে। আমরা কৃষি বিপ্লব সফল করবো।

মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা শুধু নয়, উদ্বৃত্ত সৃষ্টি করে সেটাকে আমরা বিদেশে রফতানি করবো। কৃষি খাতে শেখ হাসিনার উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে সফল করবো।

কৃষিতে এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেকেলে পদ্ধতি থেকে বেরিয়ে এসে কৃষিকে যান্ত্রিকীকরণের পরিকল্পনায় রয়েছি। একই যন্ত্রে এখন ধান কাটা, মাড়াই ও বস্তা বন্দী করা সম্ভব হচ্ছে। 

তিনি বলেন, গ্রামে এক সময় লাঙ্গল দিয়ে চাষ করা হতো। এখন আমরা ট্রাক্টরসহ আধুনিক পদ্ধতি এমন জায়গায় নিয়ে এসেছি যে, মানুষের কাঁধে জোয়াল বেঁধে তাকে ঠেলতে হয় না। সার, কীটনাশক, বীজ ও চাষাবাদের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।

সরকার কৃষকের জন্য সব ধরনের সহযোগিতা দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কৃষকদের স্বল্প সুদে ঋণ দেয়া হচ্ছে, মর্টগেজ ছাড়া ঋণ দেয়া হচ্ছে; এমনকি বর্গাচাষীদেরও ঋণ দেয়া হচ্ছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়