রাঙামাটি । রোববার, ০৫ মে ২০২৪ , ২১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১

অবৈধ দখলদারদের তালিকা হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

অবৈধ দখলদারদের তালিকা হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী- ফাইল ছবি


চট্টগ্রাম বন্দরের জায়গা যারা অবৈধভাবে দখল করে ফায়দা লুটছে, তাদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলতে এবং বিশ্বায়নের সঙ্গে আরো ভালোভাবে যুক্ত হতে বন্দরকে পরিষ্কার রাখতে হবে। বন্দরের জায়গা অবৈধভাবে দখল করার সুযোগ নেই। যারা অবৈধভাবে দখল করে ফায়দা লুটছে, তাদের তালিকা হচ্ছে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। সরকার ও চট্টগ্রামবাসী চায় চট্টগ্রাম বন্দর আধুনিক হোক, বিশ্বায়নের সঙ্গে আরো যুক্ত হোক। কন্টেইনার হ‍্যান্ডলিংয়ে এর অবস্থান ৫৮তম স্থান থেকে আরো উন্নত হোক। গুটিকয়েক মানুষের জন‍্য সরকার বদনাম নেবে না। সরকার মানুষের কল্যাণে কাজ করছে।

এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহজাহান উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়