রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:০৬, ২০ জুলাই ২০২১

বাংলাদেশের বন্ধু সাংবাদিক সাইমন ড্রিং মারা গেছেন

বাংলাদেশের বন্ধু সাংবাদিক সাইমন ড্রিং মারা গেছেন

সাংবাদিক সাইমন ড্রিং


মুক্তিযুদ্ধে বাঙালির পাশে দাঁড়ানো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং মারা গেছেন। গত শুক্রবার তলপেটে সার্জারি চলাকালে লন্ডনে মারা যান তিনি।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম দ্য ইস্টার্ন লিংকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে।

সাইমন ড্রিং  ১৯৪৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেনে। তিনি সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিক হিসেবে কাজ করেছেন ১৮ বছর বয়স থেকে। দেখেছেন ২২টি যুদ্ধ, অভ্যুত্থান ও বিপ্লব। 

সাইমন ড্রিং বাংলাদেশের গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশি সাংবাদিক যিনি নিজের জীবন বিপন্ন করে সরেজমিন প্রতিবেদন তৈরি করে সারাবিশ্বকে জানিয়ে দেন পাকিস্তানি বাহিনীর লোমহর্ষক নির্যাতন ও গণহত্যার কথা।

সাইমন ড্রিং বাংলাদেশের প্রথম বেসরকারি পর্যায়ের টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৭ সালে বিবিসি ছেড়ে তিনি একুশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুদায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের আধুনিকতার অন্যতম রূপকার।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়