রাঙামাটি । মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১১:৪৩, ৩০ এপ্রিল ২০২৪

সিজারের সময় নারীর জরায়ু কেটে ফেললেন চিকিৎসক

সিজারের সময় নারীর জরায়ু কেটে ফেললেন চিকিৎসক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিজারিয়ান অপারেশন করার সময় এক নারীর জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে।

সোমবার (২৯) এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে অপারেশন করার সময় এ ঘটনা ঘটে।

সিজারিয়ান করা নারী উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী নাদিরা আক্তার।

নাদিরার স্বজন সাইফুল ইসলাম রুবেল জানান, প্রসবের তারিখ নিকটে হওয়ায় নাদিরাকে নিয়ে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে এনে ভর্তি করান। বিকেলে ক্লিনিকের চিকিৎসক সবুর হোসেন বাচ্চা প্রসবের জন্য সিজারিয়ান অপারেশন শুরু করেন। অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হলে দেখা যায় চিকিৎসক সবুর হোসেন নাদিরার জরায়ু কেটে ফেলেন।

এ বিষয়ে ডা. সবুর হোসেন বলেন, অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হয়। আমরা ঘণ্টাখানেক তাকে রক্ত দেই। ঘণ্টাখানেক পর উনার রক্তক্ষরণের পরিমাণ বেশি হলে উনার জরায়ু কাটা হয়। এসব জঠিলতা দেখা দিলে জরায়ু কাটতে হয়। এটা নরমাল ডেলিভারি বা সিজারিয়ান অপারেশন যেকোনো ক্ষেত্রেই হতে পারে।

এ বিষয়ে নিউ মেডিক্যাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাল সুনীল দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, বিকেলে এ ঘটনা ঘটার পর সোমবার রাতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানান। 

সর্বশেষ