রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৪১, ৫ জুলাই ২০২০

পানছড়িতে গর্ভবতী মায়েরা পেলেন সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা

পানছড়িতে গর্ভবতী মায়েরা পেলেন সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা

নিজস্ব প্রতিবেদকঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে অবিরাম। 

রোববার (৫ জুলাই) খাগড়াছড়ি সেনা রিজিয়নের লোগাং জোনের (৩ বিজিবি) এর উদ্যোগে পানছড়ি উপজেলা সংলগ্ন ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনী রোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়। 

বর্তমান পরিস্থিতিতে যখন স্বাভাবিক জীবন ব্যবস্থা বিঘ্নিত এবং দূর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছানো খুবই কষ্টসাধ্য তখন নিরাপত্তা বাহিনীর এমন কর্মকাণ্ডে খুবই খুশি সাধারণ মানুষ। তারা চান ভবিষ্যতেও নিরাপত্তা বাহিনী এ ধরণের কার্যক্রম চালিয়ে যাক।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়