রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়িতে বিজিবি আন্ত: ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা শুরু

খাগড়াছড়িতে বিজিবি আন্ত: ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা শুরু

খাগড়াছড়ি জেলাস্থ ইনডোর স্টেডিয়ামে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত প্রতিযোগিতায় লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি, অধিনায়ক, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় খাগড়াছড়ি সেক্টর ও অধীনস্থ ইউনিট সমূহের অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতা (১৮-২০) সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টর এর অধীনস্থ ০৫টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীগণ অংশগ্রহণ করছে। “খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে এবং সেই সাথে খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়” এই মূল মন্ত্রকে সামনে রেখে প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়