রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১০:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশি মদ-ভারতীয় সিগারেটসহ আটক ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশি মদ-ভারতীয় সিগারেটসহ আটক ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় সিগারেট ও মদসহ মো. রানা শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা বাজারে শান্তি কাউন্টারের সামনে থেকে মদ-সিগারেটসহ তাকে আটক করা হয়।

আটককৃত মো. রানা শেখ বাগেরহাটের মোড়লগঞ্জ থানাধীন চর হোগলা বুনিয়া গ্রামের মো. জাকির শেখের ছেলে। তিনি ফেনীর রামপুর সওদাগরবাড়ীর জামাল উদ্দিন ছুট্টুর বাসায় বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিদেশি মদ ও ভারতীয় সিগারেট সমতলের জেলায় নেয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম শান্তি কাউন্টারের সামনে থেকে কলা বোঝাই পিকআপে তল্লাশি চালায়। এ সময় ৬৯ বোতল বিদেশি মদ ও ৩৯৪০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, কলাবোঝাই পিকআপে তল্লাশি চালিয়ে ৬৯ বোতল বিদেশি মদ ও ৩৯৪০ প্যাকেট ভারতীয় সিগারেটসহ রানা শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মাদক ও চোরাকারবারিদের লাগাম টেনে ধরা হবে। চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়