রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ০৯:৪৪, ১৯ অক্টোবর ২০২৩

আপডেট: ১২:০৬, ১৯ অক্টোবর ২০২৩

শেখ রাসেল আমাদের প্রেরণার উৎস ও মানবিকতার প্রতীক : বীর বাহাদুর

শেখ রাসেল আমাদের প্রেরণার উৎস ও মানবিকতার প্রতীক : বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শেখ রাসেল আমাদের প্রেরণার উৎস ও মানবিকতার প্রতীক। শিশু রাসেলকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাই।

গত বুধবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সব অস্তিত্বকে মুছে ফেলার হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাতে ঘাতক শত্রুরা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। ঘাতক শত্রুর দল বঙ্গবন্ধু পরিবারের সবার স্নেহের ও আদরের শিশু রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল।

তিনি বলেন, আমাদের দেশকে চালাচ্ছি আমরাই। জাতির পিতার নেতৃত্বে সারা বাংলার মানুষ এক হয়েছে। বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

বীর বাহাদুর বলেন, আমাদের সুনেতৃত্ব দেওয়ার মতো সুদৃষ্টিসম্পন্ন চিন্তা চেতনার অধিকারী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতাকে অনুসরণ করেই এগিয়ে চলেছেন। দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার হাল ধরেছেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্ম সচিব মো. হুজুর আলী, যুগ্ম সচিব সজল কান্তি বনিক, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ও সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ছাবিনা ইয়াছমীন প্রমুখ।

জনপ্রিয়