রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৫২, ১২ মার্চ ২০২৩

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট জানবেন যেভাবে

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট জানবেন যেভাবে
ফাইল ছবি

২০২৩ সালের মেডিকেল ভর্তি ফলাফল প্রকাশ হবে ১৩ মার্চ সোমবার। ফল প্রকাশের পর অধিদপ্তরের ওয়েবসাইট থেকে রেজাল্টের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।

মেডিকেল ভর্তি ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র।

মেডিকেল ভর্তির result.dghs.gov.bd ওয়েবসাইট থেকে, এমবিবিএস ১ম মেধাতালিকার ভর্তি ফলাফল দেখা যাবে।

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ম মেধাতালিকা পিডিএফ কপি, অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া যেসব শিক্ষার্থী মেডিকেল ভর্তির লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের মেধাতালিকা বা মেধাস্কোর দেখা যাবে।

এছাড়াও ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে, এসএমএস এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে।

২০২৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা। এবার ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন অংশ নিয়েছেন। বরাবরে মত এবারো ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

জনপ্রিয়