রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৭:৪২, ১৪ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

কাগজের নৌকা ভিজে যায়

কাগজের নৌকা ভিজে যায়

ঝুম বৃষ্টিতে ভিজে যায় সবুজ, ভিজে যায় মন
জোনাক আলোতে মিছেমিছে চন্দ্র গ্রহণ
দূরে ঐ দূরে ভিজে যায় আদিম সুখ
খিনকা দেহে ছিলিমের মতো চোখ
আহা... ঝুম বৃষ্টি! ভিজে যায় অযাচিত যুবক।

আমায় দিতে পারো এক মুঠো আলো
প্রেম আর প্রলয়ে মাখা, কুড়িয়েও দিতে পারো
সেই ভালো, ছন্দে ভুলিয়ে রাখা
দিন শেষে আবার স্রোতে নামি, বলি এই শেষবার
বৃষ্টির টানে ভিজে যায় বারবার।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়