রাঙামাটি । রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

সেনাবাহিনীকে জড়িয়ে আবারও ‘হিল ভয়েসের অপপ্রচার’পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৪৩, ১ সেপ্টেম্বর ২০২১

লংগদুতে দুর্যোগ-অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা

লংগদুতে দুর্যোগ-অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা

।। লংগদু প্রতিনিধি ।। রাঙামাটির লংগদুতে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ আগস্ট) লংগদু উপজেলা পরিষদ সন্মুখে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে পরিবার প্রতি এক বান ঢেউটিন ও ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান  সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

বিগত কয়েক মাসে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার সরকারি সহায়তার জন্য আবেদন করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানকে মোট ২৩ বান ঢেউটিন ও নগদ ৬৯ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আরো চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা  হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) যোবায়ের হোসেন জানান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়