রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২১:০৩, ২৪ এপ্রিল ২০২৪

সাজেক-উদয়পুর সীমান্ত সড়কে মিনি ট্রাক খাদে পরে নিহত ৬

সাজেক-উদয়পুর সীমান্ত সড়কে মিনি ট্রাক খাদে পরে নিহত ৬
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় মিনি ট্রাক পাহাড়ি খাদে পরে ঘটনাস্থলে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরতর আহত হয়েছে আরো ১০ জন।

আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, সীমান্ত সড়কের  কাজের জন্য গাজীপুর ও ময়মনসিংহ থেকে মিনি ট্রাকে করে সাজেকের উদয়পুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ২০০ ফুট গভীর খাদে পরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

সাজেক থানার এসআই মশিউর রহমান ঘটনা স্থল থেকে জানান, পুলিশ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে এবং মারাত্মকভাবে আহত ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

জনপ্রিয়