রাঙামাটি । শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:২৭, ২৩ নভেম্বর ২০২১

জুরাছড়িতে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

জুরাছড়িতে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওয়াতায় দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

এ সময় হর্টিকালচারের উপ-পরিচালক কাজী সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, পার্বত্য এলাকার মাটি উর্বরতায় যে কোন ফল উৎপাদনের উপযোগী। পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীদের একটু সুযোগ তৈরী করা হলে অর্থনৈতিক ভাবে এগিয়ে নেয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়