বাঘাইছড়িতে এ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

রাঙামাটির বাঘাইছড়িতে অনলাইনে আবেদনের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করেছে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
এ সময় উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা ইমরান হোসেন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ রিটন দেওয়ানসহ ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আবদুল হাই উপস্থিত ছিলেন।
এবার অনলাইনে ৩২১ জন কৃষক ধান বিক্রির আবেদন করলে কৃষি সম্পসারণ অধিদপ্তর ৯১ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে ৩ টন করে মোট ২৭৩ টন ধান সংগ্রহ করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এই ধান সংগ্রহ কার্জক্রম ৭ মে শুরু হয়ে চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।