নানিয়ারচর জোনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ

রাঙামাটিতে নানিয়ারচর জোন সুদক্ষ দশের উদ্দ্যোগে এবং ‘‘সম্প্রতি ও উন্নয়ন প্রকল্প’’ এর আওতায় অসহায়দের মাঝে আর্থিক সহায়তা ও স্থানীয় ফুটবল খেলোয়াড়দের মাঝে খেলাধুলার বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।
২৭ জানুয়ারি (রবিবার) সকালে নানিয়ারচর জোনের একটি কক্ষে এসকল সহায়তা প্রাপকদের হাতে তুলে দেন নানিয়ারচর জোন সুদক্ষ দশের জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
এর আগে নানিয়ারচরের সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব ও ছয়কুরি বিল ক্লাব আর্থিক সংকটে খেলাধুলা সামগ্রী ক্রয় করতে না পারায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছে বিষয়টি জানতে পেরে ২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী সমূহ ও এক দরিদ্র পরিবারের কলেজ শিক্ষার্থীকে পরীক্ষার ফি বাবদ নগদ অর্থ প্রদান করেন জোন কমান্ডার।