সাজেকে অস্ত্রের মুখে ঢাবি ছাত্রীকে অপহরণ করলো পাহাড়ি সন্ত্রাসীরা

রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
বুধবার সোয়া ১২টার দিকে দীঘিনালা- সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকা থেকে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা ঐ পর্যটককে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের শিকার ঐ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত বলে জানিয়েছে পুলিশের এএসপি আব্দুল আউয়াল। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুদের সাথে সাজেক বেড়াতে যাচ্ছিল ঐ শিক্ষার্থী।
অপহরণের শিকার দ্বীপিতা চাকমা খাগড়াছড়ি সদরের শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে। তাকে উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।