রাঙামাটি । বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হলেন লিটন চন্দ্র দেব

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হলেন লিটন চন্দ্র দেব
লিটন চন্দ্র দেব। (ফাইল ছবি)

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন কাপ্তাই হরিণ ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেব।

কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি প্রতিবছর বিভিন্ন মানদন্ড বিচার করে বিভিন্ন ক্যাটাগরিতে এই শ্রেষ্ঠত্ব নির্বাচন করেন।

এর আগে তিনি ২০১৮ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, তিনি ছাত্র জীবনে স্কাউটিং কার্যক্রমে জড়িত থেকে স্কাউটের জনক ব্যাডেন পাওয়েলের মন্ত্রে দীক্ষিত হয়ে কাব শাখায় কাব লিডার বেসিক, এডভান্সড, স্কীল কোর্স সমাপ্ত করে উডব্যাজার ও সিএএলটি সম্পন্ন করেন। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর হতে সহকারি লিডার ট্রেনার কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি হরিণ ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও গ্রুপ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে নিয়মিত প্যাকমিটিংসহ স্কাউট দলের সাথে থেকে উপজেলা স্কাউট কমিটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়