রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ বসতঘর ও দোকান পুড়ে ছাই

রাঙামাটি সদরস্থ দেবাশীষ নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহযাগিতায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পড়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ৬টি বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।