রাঙামাটি । বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:২৭, ১৫ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৩:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২৩

কাপ্তাইয়ে ৭৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কাপ্তাইয়ে ৭৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করছেন অতিথিবৃন্দ।

আইডিএফ এবং পিকেএসএফ’র যৌথ উদ্যোগে পরিচালিত কাপ্তাই ওয়াগ্গা সমৃদ্ধি কর্মসূচি'র আওতায় বৈকালি শিক্ষা সহায়তায় কেন্দ্রের ৭৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওয়াগ্গা বন বিভাগের কার্যালয় চত্বরে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

আইডিএফ সমন্বয়কারী মোঃ নুরুল আলম এতে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মুক্তা তালুকদার শাখা ব্যবস্থাপক মোঃ কলিম উল্লাহ, ইউপি সদস্য অমল কান্তি দে ও মোঃ সরোয়ার।

এতে আরও উপস্থিত ছিলেন, সমৃদ্ধি ডাক্তার, সমাজ উন্নয়ন অফিসার, সুপারভাইজার (শিক্ষা) সহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়