নানিয়ারচরে জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানিয়ারচরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার মুক্তার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, থানার ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের স্টল দেওয়া হয়।