রাঙামাটি । রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ , ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

রাঙামাটি (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০১, ১৬ নভেম্বর ২০২৩

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ, ৫০ ঘনফুট কাঠ জব্দ

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ, ৫০ ঘনফুট কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ ও ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বনবিভাগ। এ সময় দেশের অন্যতম সংরক্ষিত ও সমৃদ্ধ বনাঞ্চল পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে করাতকল স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়।

পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব কুমার মজুমদার জানান, ‘বেআইনীভাবে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে স্থাপন ও পরিচালনার অভিযোগে ২টি করাতকল উচ্ছেদ করা হয়। করাতকল বিধিমালা- ২০১২ এর সেকশন ৭(ক) অনুযায়ী সংরক্ষিত বনের ৩ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন অবৈধ হলেও উমাচরণ চাকমা ও পলিন বিকাশ চাকমা নামে দুই ব্যবসায়ী করাতকল স্থাপন ও পরিচালনা করে আসছে। এ সময় করাত কল উচ্ছেদের পাশাপাশি ৫০ ঘনফুট কাঠও জব্দ করা হয়।’


এ সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: