রাঙামাটি । বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ , ৮ কার্তিক ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৫:০৫, ১৩ জুন ২০২৪

আপডেট: ১৫:১৮, ১৩ জুন ২০২৪

রাঙামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

রাঙামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

রাঙামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে আসামি অংবাচিং মারমা প্রকাশ বামং কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে রাঙামাটি নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত এ রায় প্রদান করেন।

মামলার এজাহার হতে জানা যায়, ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার কাপ্তাই চন্দ্রঘোনা থানার বড়খোলা পাড়ার ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী আসামির বাসায় প্রাইভেট পড়তে যান। তার সাথে পড়তে যাওয়া অন্য সকল শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভিকটিমকে রেখে দেয় আসামি। পরে ভিকটিম বাড়ি না ফেরায় তার পিতা ভিকটিমের খোঁজে যান। তখন আসামি তাকে পড়া শেষ করে ছুটি প্রদান করে বলে জানালেও পরের দিন ৩ ফেব্রুয়ারি ভোরে আসামীকে লাশ ভর্তি বস্তাসহ আটক করে স্থানীয়রা।

আদালত সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে সকল সাক্ষ্য প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলী। অন্যদিকে, এমন রায়ে সমাজের অপরাধ প্রবণতা বন্ধ হবে বলে মন্তব্য করেন আসামী পক্ষের আইনজীবী।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়