রাঙামাটি । বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ , ৮ কার্তিক ১৪৩১

বাঘাইছড়ি সংবাদদাতাঃ

প্রকাশিত: ১৯:২০, ২০ জুন ২০২৪

আপডেট: ১৯:২২, ২০ জুন ২০২৪

নাঈম হত্যার ঘটনায় ইউপিডিএফ (প্রসীত)’র ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাঈম হত্যার ঘটনায় ইউপিডিএফ (প্রসীত)’র ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট বাজারে আঞ্চলিক দল ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত শান্তি পরিবহনের সুপার ভাইজার মোঃ নাঈম (৩২) হত্যার ঘটনায় ইউপিডিএফ (প্রসীত) দলের নেতা অক্ষয় চাকমা ও সচিব চাকমাকে এক ও দুই নম্বর আসামি করে দলের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ অজ্ঞাত নামা সন্ত্রাসীদের বিরুদ্ধে সাজেক থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত নাঈম এর চাচা মো: বাবুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে সাজেক থানায় হাজির হয়ে তিনি এই মামলা করেন।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এজাহারে বাদী মোঃ বাবুল ইসলাম উল্লেখ করেন, আঞ্চলিক পাহাড়ী সংগঠন ইউপিডিএফ (প্রসীত/মূল) গ্রুপের সন্ত্রাসীরা রাঙামাটি পার্বত্য জেলার সাজেক থানাধীন বাঘাইহাট বাজার এলাকায় দুপুর অনুমান ১টা ৩০ মিনিট হতে ২টা পর্যন্ত ০১নং আসামীর নির্দেশে বাঘাইহাট বাজারের চারিদিকে ঘেরাও করে ইউপিডিএফ (গণতন্ত্র)'দের হত্যার উদ্দেশ্যে ০১নং আসামী অক্ষয় চাকমার হুকুমে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়া বৈআইনী জনতায় দলবদ্ধ হইয়া এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। উক্ত এলোপাতাড়ি গুলিবর্ষণের ফলে হঠাৎ একটি গুলি তার বুকের বামপাশে বিদ্ধ হয়ে নিহত হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়