রাঙামাটি । শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ , ১০ কার্তিক ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৮:৫৭, ৪ জুলাই ২০২৪

পাহাড়ি নারী চীনে পাচার চক্রের মূল হোতাদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

পাহাড়ি নারী চীনে পাচার চক্রের মূল হোতাদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

পার্বত্য চট্টগ্রাম থেকে প্রলোভন দেখিয়ে চীনে নারী পাচার চক্রের মূল হোতাদের গ্রেফতার ও শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কার্বারী হিরলাল চাকমা, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা বিজয় চাকমা, উন্নয়ন কর্মী সুভাশীষ চাকমা, কবি কিকো দেওয়ান, কলেজ ছাত্র উচিমং মারমা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্য এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। গত (২৬ জুন) ঢাকা থেকে এ কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে, ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ঐ কলেজ ছাত্রী। মামলার পরই বাঘাইছড়ি থানা তদন্ত শুরু করে। পরে পুলিশের নেতৃত্বে একটি টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজমের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযানে যায়। এ অভিযানে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় বক্তারা গ্রেফতার হওয়া আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও পাচারকাজে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার দাবী জানান।
 

জনপ্রিয়