রাঙামাটি । শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ , ১০ কার্তিক ১৪৩১

প্রকাশিত: ২০:১৭, ৪ জুলাই ২০২৪

বাঘাইছড়িতে বন্যা দুর্গতদের মাঝে খাবার ও ঔষধ বিতরণ বিজিবি’র 

বাঘাইছড়িতে বন্যা দুর্গতদের মাঝে খাবার ও ঔষধ বিতরণ বিজিবি’র 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যা দুর্গতদের মাঝে খাবার ও চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। 

বৃহস্পতিবার বিকেল ৩টায় কাচালং দাখিল মাদ্রাসা, কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, বায়তুশরপ মাদ্রাসা ও আয়নামতি আজিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ৫২৫ জন বন্যা দুর্গতদের মাঝে খিচুড়ি ও ৭৯ জন অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা  এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আতিকুর রহমান, নিজ হাতে এসব খাবার বিতরণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবির মেডিকেল অফিসার মেজর গাজী মোহাম্মদ হাছান। এ সময় মারিশ্যা জোনের সহকারী পরিচালক আজিমুল হক উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, তাদের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা দেয়া হয়েছে।

জনপ্রিয়