রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৪:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লা-৭ আসনে নৌকার মনোনয়ন পেলেন ডা. প্রাণগোপাল দত্ত

কুমিল্লা-৭ আসনে নৌকার মনোনয়ন পেলেন ডা. প্রাণগোপাল দত্ত

ডা. প্রাণগোপাল দত্ত। ফাইল ছবি


কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত।

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা হয়। সেখানে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।

মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ডা. প্রাণগোপাল দত্ত ছাড়াও কুমিল্লা-৭ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মোট আট জন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এছাড়া আরো ৯টি উপজেলা নির্বাচন ও ১টি পৌরসভার উপ-নির্বাচনের নৌকার প্রার্থীর নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়