রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:০৯, ৩০ নভেম্বর ২০২১

হাফ ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

হাফ ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ফাইল ছবি


ঢাকা মহানগরে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির দফতর সম্পাদক সামদানী খন্দকার জানান, এ সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরে বাসে হাফ ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। এতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ উপস্থিত থাকবেন।

এর আগে, শনিবার গণপরিবহনে অর্ধেক ভাড়া (হাফ পাস) চালু নিয়ে মালিকদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের দ্বিতীয় দিনের বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছিলেন বাস মালিকরা।

সম্প্রতি ডিজেলের দাম বাড়ার কারণে বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ করা হয়। এরপরই শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়ার দাবিতে সড়কে নামেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়