রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৪৯, ২৩ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:৫১, ২৩ এপ্রিল ২০২৪

লংগদুতে একীভূতকরণ কৌশল: শিখন-শিখানো ও মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

লংগদুতে একীভূতকরণ কৌশল: শিখন-শিখানো ও মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

রাঙামাটির লংগদু উপজেলায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) আওতায় একীভূতকরণ কৌশল : শিখন শিখানো ও মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার লংগদু উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে প্রশিক্ষণের (১ম ব্যাচ) উদ্বোধন করেন প্রশিক্ষণের রিসোর্স পার্সন ও  উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগ ২২-২৬ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের বাস্তবায়ন করবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে লংগদু উপজেলা রিসোর্স সেন্টারে কর্মকর্তা (ইউআরসি) মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রশিক্ষক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহনেওয়াজ ইসলাম, প্রশিক্ষক ও মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও শিক্ষিকা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

লংগদু উপজেলায় প্রতি ব্যাচে ৩০ জন করে মোট ৫ ব্যাচে প্রশিক্ষণের কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে বক্তারা জানান।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়