ভাসানচরে রোহিঙ্গারা জীবন ধারণে সহায়ক বিভিন্ন সামগ্রী পেলেন

‘ভাসানচরে রোহিঙ্গাদের জীবিকা নির্বাহ কার্যক্রম-২’ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ৫১২টি পরিবারকে ১২ ধরনের জীবন ধারণে সহায়ক বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়া হয়েছে।
এতে উপকৃত হবে প্রায় এক হাজার ৮০০ রোহিঙ্গা। আজ বুধবার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত থেকে ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে এসব সামগ্রী দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাসানচরের আশ্রয়ণ-৩-এর প্রকল্প পরিচালক কমোডর এম রাশেদ সাত্তার, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মো. হাসান সারওয়ার প্রমুখ।
বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে- ১১৫টি ঝাকি জাল, ১৫০টি সেলাই মেশিন, ৩০টি রিকশা-ভ্যান, ৩০টি অ্যামব্রয়ডারি আইটেম, ১৫০টি ছাগল, ২টি কম্পিউটার সেট, ২ সেট স্ক্যানার, ফটোকপি ও প্রিন্টার, ১২ সেট সেলুন সামগ্রী, ১০ সেট মুচির সামগ্রী, ১০ সেট রিকশা-ভ্যান মেকানিক আইটেম, ১টি ডিজিটাল ক্যামেরা ও ৪ সেট স্পোর্টস আইটেম।
এর আগে গত বছরের ১৬ জুলাই প্রথমবারের মতো রোহিঙ্গাদের মাঝে জীবিকা নির্বাহ সামগ্রী বিতরণ করা হয়েছিল।