রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:০৭, ১১ ডিসেম্বর ২০১৯

বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল ১৫ হাজার শিক্ষার্থী

বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল ১৫ হাজার শিক্ষার্থী

বাল্যবিয়েমুক্ত ময়মনসিংহ গড়ার প্রত্যয়ে শেরপুরের ঝিনাইগাতীতে ‘বাল্যবিয়ে কে না বলুন’ লেখা সম্বলিত লাল কার্ড দেখিয়েছে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিয়ে বিরোধী গণস্বাক্ষরতা অভিযান শেষে আয়োজিত মানববন্ধনে এ লাল কার্ড প্রদর্শন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীদের বাল্যবিয়ে বিরোধী শপথবাক্য পাঠ করান।

এ উপলক্ষে সকাল সাড়ে দশটা থেকে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের ধানহাটি মোড় এলাকায় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আধঘণ্টা ব্যাপী মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারী শিক্ষক রোস্তম আলী, হারুন, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, শিক্ষার্থীসহ প্রমুখ।

একই সময়ে ঝিনাইগাতী-শেরপুর সড়কের আহমদনগর এলাকায় ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার মো. কামরুজ্জামান, প্রভাষক রফিকুল ইসলাম, মোরাদুজ্জামানসহ প্রমুখ। এছাড়া স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এসব কর্মসূচীর আয়োজন করা হয়।

 

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিয়ে বিরোধী গণস্বাক্ষর, মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন ও বাল্যবিয়ে বিরোধী শপথবাক্য পাঠ কর্মসূচীর আয়োজন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রুবেল মাহমুদ বলেন, বাল্যবিয়েমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার প্রত্যয়ে বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশনায় বাল্যবিয়ে বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এসব কর্মসূচীর আয়োজন করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়