রাঙামাটি । রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

সেনাবাহিনীকে জড়িয়ে আবারও ‘হিল ভয়েসের অপপ্রচার’পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:১৬, ১ মার্চ ২০২০

তিন যুবকের ইভটিজিং সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

তিন যুবকের ইভটিজিং সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ- খাগড়াছড়ির দিঘিনায় উপজাতী তিন যুবকের ইভটিজিং এর শিকার হয়ে প্রিয়া চাকমা (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে দিঘিনালা খামার পাড়া গ্রামের জিবীকাময় চাকমার মেয়ে। এবছর দিঘিনালা কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে নিশ্চিত করেছে তার পরিবার। এরই মধ্যে অভিযুক্ত তিন উপজাতীয় যুবককে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কলেজ ছাত্রী প্রিয়া চাকমাকে দীর্ঘদিন থেকে একই কলেজের ছাত্র জয়েচ চাকমা, পিতাঃ সুনিল বিকাশ চাকমা, অরবিন জীবন চাকমা, পিতাঃ পুলিন বিহারী চাকমা, সুমন্ত চাকমা, পিতাঃ জীবন কুমার চাকমা প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এতে প্রিয়া চাকমা সাড়া না পেয়ে ২৯ ফেব্রুয়ারী শনিবার বিকালে দিঘিনালা মাইনি ব্রিজের উপড় প্রিয়া চাকমার পথ আগলে জোরদবস্তি করে। এ সময় প্রিয়া চাকমা দৌড়ে বাড়ীতে চলে যায়। 

পরে বিষয়টি জানাজানি হলে নিজ বাড়ীতে আজ সকালে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

দিঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই অভিযুক্ত তিন যুবক কে আটক করেছি এবং মরদেহ উদ্ধারের জন্য রওনা হয়েছি। তিনি জানান, প্রয়োজনীয় পদক্ষেপ শেষে মামলা রুজু করা হবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়