রাঙামাটি । শুক্রবার, ১০ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৫:১৭, ২৭ এপ্রিল ২০২৪

রাবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছপদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সেলিনা আক্তার। এ সময় প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৮টি  কেন্দ্রে ৮হাজার ৫৮২জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বি ইউনিটের অধীনে দুই হাজার ৭৪৪ এবং সি ইউনিটের অধীনে তিন হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আখতার বলেন, রাঙ্গামাটির সবার সহযোগিতায় গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু  করতে পেরেছি। আজ প্রচন্ড গরম তারপর প্রথম এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, এ, বি এবং সি তিনটি ইউনিটে মোট ১৪ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।