রাঙামাটি । রোববার, ০৫ মে ২০২৪ , ২১ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৪:৩৩, ৩১ ডিসেম্বর ২০২০

মাটিরাঙ্গায় মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

মাটিরাঙ্গায় মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

নুরুল আলম মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাস্টারপাড়ার মাসুক মিয়ার ছেলে।

নিজস্ব প্রতিবেদকঃ- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানসিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যা করেন তিনি। 

নিহত নুরুল আলম মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাস্টারপাড়ার মাসুক মিয়ার ছেলে। 

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলো নুরুল আলম, তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করেও কোন উন্নতি  হয়নি। সে যখন তখন যে কোন কারণে রেগে যেত। মানসিক রোগে ভোগার কারণে এক বছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যায়। সাফায়েত হোসেন নামে ৮ বছরের নামে একটি ছেলে আছে তার। 

মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি যাছাই-বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়