রাঙামাটি । শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ২১:০৩, ২০ অক্টোবর ২০২১

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
অস্ত্রসহ আটক  ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসী স্বর্ণ লংকার চাকমা ওরফে রনি। ছবি:- আলোকিত রাঙ্গামাটি

খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতায় দীঘিনালা জোন এর বাবুছড়া এলাকায় সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসী আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে দীঘিনালা জোনের বাবুছড়া নতুন বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির তথ্য পাওয়া যায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীঘিনালা জোন কর্তৃক উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে উক্ত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযানের মাধ্যমে আজ আনুমানিক ১১টার দিকে ইউপিডিএফ (প্রসীত) দলের স্বর্ণ লংকার চাকমা ওরফে রনি (৪১) নামক সন্ত্রাসীকে সেনাবাহিনী কর্তৃক আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীর কাছ থেকে বেশ কিছু মালামাল আটক করা হয়।

উক্ত অভিযান পরিচালনার সময় উদ্ধারকৃত মালামাল গুলো হলো, ০১টি ৭.৬৫ মি.মি. পিস্তল (চায়না), ০১টি ম্যাগাজিন, চায়না গুলি ০৩ রাউন্ড, মোবাইল ফোন ০৩টি ও নগদ টাকা ৩৮,৫২০ টাকাসহ চাঁদা সংগ্রহের রশিদ উদ্ধার করা হয়।

সেনাসূত্র জানান, আটককৃত ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসী স্বর্ণ লংকার চাকমা রনিকে দিঘীনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়