রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০২:৪৮, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ০৯:৩৪, ২৫ এপ্রিল ২০২৪

সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!

সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!

রাঙামাটির বাঘাইছড়ি সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পরে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ।

এই ঘটনায় আরো ৫ জন আশংকাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সাজেক থানার উপ -পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমান জানান, বুধবার বিকেল ৫টায় খাগড়াছড়ি থেকে মিনি ট্রাক যোগে ১৪ শ্রমিক সাজেক সীমান্ত সড়কের উদয়পুর সীমান্তে যাওয়ার পথে ৯০ ডিগ্রি পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পরে যায়।

এ সময় ঘটনাস্থলে ৬ জন এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পথে আরো ৩ জন মারা গেছেন। মৃত ৯ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করে পুলিশ। তারা হলেন- মো: জসিম উদ্দিন (৩৫), পিতা- আব্দুর শুক্কুর, রামু কক্সবাজার ও মো: লালন মিঞা, পিতা- হাশেম ফকির, ইশ্বরগঞ্জ ময়মনসিংহ। বাকী ৭ জনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়