রাঙামাটি । শনিবার, ১৮ মে ২০২৪ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৩৫, ৩০ এপ্রিল ২০২৪

কাপ্তাইয়ে মৎস্য বিভাগের উদ্যোগে স্টেকহোল্ডার ক্যাম্পেইন কর্মশালা

কাপ্তাইয়ে মৎস্য বিভাগের উদ্যোগে স্টেকহোল্ডার ক্যাম্পেইন কর্মশালা
​​​​​​​কর্মশালায় আগত অতিথিদের দেখা যাচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে স্টেকহোল্ডারদের নিয়ে ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য অধিদপ্তরের সাথে সম্পৃক্ত ৩০ জন সুফলভোগী অংশ নেয়। এছাড়া ২ জন রিসোর্স পারসনও কর্মশালায় অংশ নেয়।

রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারন করা।

তিনি আরও বলেন, রাঙামাটি জেলা মৎস্য অধিদপ্তরের এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের সঞ্চালনায় এ সময় কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, প্রকল্পের সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ-কেন্দ্র প্রধান জসিম উদ্দিনসহ জনপ্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে বিষয়ের উপর একটি তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্পের সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম।

সম্পর্কিত বিষয়: