রাঙামাটি । রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

সেনাবাহিনীকে জড়িয়ে আবারও ‘হিল ভয়েসের অপপ্রচার’পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

বিনোদন ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৫৬, ২১ এপ্রিল ২০১৯

কিংবদন্তি লাকী আখান্দের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি লাকী আখান্দের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সঙ্গীতাঙ্গনের সেরা সুরকার, সংগীত পরিচালক ও গায়ক ছিলেন লাকী আখান্দ। ছিলেন বলার অর্থ হচ্ছে তিনি এখন প্রয়াত। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬১ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন পরপারে। আজ এ কিংবদন্তি শিল্পীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

তবে তার অমর সৃষ্টি তাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের মাঝে। হয়তো এভাবেই বেঁচে থাকবেন অনন্তকাল।

‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’ এবং ‘আমায় ডেকো না’ বিখ্যাত এই গানগুলোর স্রষ্টা লাকী আখান্দ চলে গেছেন তবে রেখে গেছেন কালজয়ী কিছু গান। যা দিয়ে আজীবন ভক্তদের মনে গেঁথে থাকবেন তিনি। 

সুর ও সংগীতায়োজনের কিংবদন্তি তিনি। সফট-মেলোডি, মেলো-রক, হার্ড-রক সব ধরণের গান তার ছোঁয়ায় অতুলনীয় হয়ে উঠতো।

লাকী আখান্দের বেশ সমৃদ্ধ ও পরিচিত কিছু অ্যালবাম আছে। সেগুলো হলো (১৯৮৪) পরিচয় কবে হবে (১৯৯৮), বিতৃষ্ণা জীবনে আমার (১৯৯৮), আনন্দ চোখ (১৯৯৯), আমায় ডেকো না (১৯৯৯), দেখা হবে বন্ধু (১৯৯৯)।

ক্ষণজন্মা এই শিল্পী গান গাওয়ার পাশাপাশি সুর করেছেন অন্য শিল্পীদের জন্যে। তার গান করেছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, জেমস, হাসান প্রমুখ।

তবে কিংবদন্তির দ্বিতীয মৃত্যুবার্ষিকীতে তেমন কোনো আয়োজন নেই। বাংলাদেশের সঙ্গীতাঙ্গন তাকে স্মরণ করে কোনো আয়োজনই রাখেনি। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়