রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:০২, ৮ মে ২০২০

মানবদেহে করোনা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ চোখ

মানবদেহে করোনা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ চোখ

করোনা সংক্রমণের গুরুত্বপূর্ণ প্রবেশপথ চোখ


পৃথিবীতে ২০০৩ সালে ছড়িয়ে পড়েছিল সার্স নামের এক সংক্রামক ভাইরাস। করোনাভাইরাস সার্সের চেয়ে শতগুণ সংক্রামক বলে জানিয়েছেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল। তারা আরো জানিয়েছেন, মানবদেহে করোনা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ হচ্ছে দুই চোখ।

দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিনের জার্নালে ওই গবেষকদের বরাত দিয়ে বলা হয়েছে, কোভিড-১৯ রোগের জন্য দায়ী সার্স-কোভ-২ এর ‘ভাইরাস স্তর’, যা উপরের শ্বাসপ্রশ্বাসের পথ ও চোখের পৃষ্ঠের রেখার কোষ কনজাকটিভাতে অনেক বেশি ছিল।

গবেষক দলের প্রধান ড. মাইকেল চ্যান চি-ওয়াই বলেন, ‘সার্সের চেয়েও উচ্চতর সংক্রমণ ক্ষমতা কোভিড-১৯ এর। আমরা দেখতে পেয়েছি সার্স-কোভ-২ মানবদেহের কনজাঙ্কটিভা ও শ্বাস প্রশ্বাসের প্রবেশপথে সার্সের চেয়ে অনেক বেশি সংক্রমণ করে থাকে। এই গবেষণায় আরেকটি ব্যাপার উঠে এসেছে, চোখগুলো সার্স-কোভ-২ মানবদেহে সংক্রমণের গুরুত্বপূর্ণ একটি পথ হতে পারে।’

করোনাভাইরাসে আক্রান্ত হলে সাধারণ কয়েকটি লক্ষণ দেখা দেয়। এও জানানো হয়, কোনো লক্ষণ না থাকলেও যেকোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। কয়েকদিন আগে যুক্তরাজ্যের চিকিৎসা বিজ্ঞানী ডা. ভিসেন্টে ডিয়াজ জানিয়েছেন, করোনার প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে মানুষের চোখে। তবে এটি খুব সংখ্যক মানুষের শরীরে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়