রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৭:০৩, ২৪ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

কাঠমল্লিকা ও কাঠবিড়ালী

কাঠমল্লিকা ও কাঠবিড়ালী

শেষবার বলেছিলে কাঠমল্লিকার গাছে হেলান দিয়ে আমার স্বভাব নাকি কাঠবিড়ালীর

চুপিচুপি আসি আপন মনে চলি থমকে যায় অচেনাতে ইচ্ছে হলে চলি আপন খামখেয়ালে

ম্লান হেসে বললাম তুমি যদি কাঠমল্লিকা হও আমি তবে হলাম কাঠবিড়ালী

নাটিকার সাজে তোমায় সাজিয়ে আমি না হয় চড়ে বেড়াবো তোমার ফুলেফলে তোমারই আড়ালে।

কেন সাধারন সাজে আর ভালো লাগে না বুঝি অনেক পুরাতন হয়ে গেছি তাই না

আরে তা নয় ঐ যে কাঠবিড়ালীর স্বভাব বড্ডবেশী ছটপট করি মনে-আনমনে

কেন? আমায় নিয়ে! আমায় হারানোর ভয়! নাকি নতুন কিছু ধরে আঁকড়ে থাকতে চাচ্ছ?

আসলে জলকেলির যে আনন্দ মাঝে মাঝে তাতে হারিয়ে যেতে ইচ্ছা করে খামখেয়ালের প্রয়োজনে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়