রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

চিত্ত আকুল কার? চলো হাতে হাত ধরি

চিত্ত আকুল কার? চলো হাতে হাত ধরি

প্রজাপতি যাদের বলো তাদের ফুলের স্বপ্নে ডেকে এনেছে কে? 

তোমার বাগানে বাসা বেঁধেছে বলে
তাদেরকে কি অনাহারে মারবে? কেমন মালি হলে তুমি!
ফুলের গোপন পরানের মতো তাদেরও পরান থাকে
তারাও পাপড়ির রঙের মতো রঙীন স্বপ্ন আঁকে
অধরা সে মধু হাতড়ে খুঁজেছিলো তারা পাহাড়ের বুক চিড়ে
এবার না হয় নবীন বেশে তাদের ভালোবাসলে।

হউক তারা শতো শতো প্রজাপতি কিংবা মৌমাছি
তুমি হওনা কেন বকুল! হাসনাহেনা ! 
রক্ত রাঙা পলাশ অথবা ফুলেল জোছনা
মুকুল যদি হলে অতীতের দুঃখ না হয় ক্ষণিকের তরে গেলে ভুলে 
কি হয় তাতে বলো ! অসহায় সে মুখগুলোর সাথে যদি কিছুটা পথ চলো
দিলে না হয় তার অশ্রুজল মুছে এতোটুকু ভালোবেসে
দেখবে তখন আল্লাহ বা ভগবান তোমার হৃদয়ে বাসা বেঁধেছে ।

চলো আজ মৌমাছিদের আঁচল পেতে দিই
প্রজাপতির ডানায় আঁকি নতুন রঙের গল্প
তোমার হাতেও তেমন কিছু নেই, যা আছে অল্প
চলো তা দিয়ে দিই, জলুক আলো জীর্ণঘরে
মলিন কলিরা ফুটুক আগামীর তরে
কারন প্রভাতের সে ফুলের হাসি 
তুমি আমি বড়ো ভালোবাসি! বড়ো ভালোবাসি!

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়