রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:২৯, ২২ জুলাই ২০২০

চিকিৎসাধীন মাত্র ৪ জন

কাপ্তাইয়ে করোনা শনাক্তের হার কমছে

কাপ্তাইয়ে করোনা শনাক্তের হার কমছে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলায় করোনা শনাক্তের হার দিন দিন কমছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় আসা রিপোর্টে করোনা শনাক্ত হয়েছে ৫ বছরের এক শিশু। এনিয়ে কাপ্তাইয়ে মোট আক্রান্ত ৯২ জন। 

কাপ্তাইয়ে প্রথম করোনা শনাক্ত হয় একজন স্বাস্থ্যকর্মী, এরপর থেকেই ধাপে ধাপে করোনা শনাক্তের হার বৃদ্ধি পেতে থাকে।

এদিকে, কাপ্তাই স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী কাপ্তাই উপজেলায় সর্বমোট ৯২ জন শনাক্তের মধ্যে ৮৭ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। আর মাত্র ৪ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া রাইখালী ইউপি এলাকার বাসিন্দা এক নার্স যুবক করোনা আক্রান্ত হয়ে মারা যায়। যদিও সে চট্টগ্রাম রয়েল হাসপাতালের কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী আশা প্রকাশ করছেন, অচিরেই কাপ্তাই করোনা মুক্ত হবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়